Logo

খেলাধুলা    >>   আইপিএল ইতিহাসে নতুন রেকর্ড, মাত্র ৩৯ বলে দুর্দান্ত সেঞ্চুরি

আইপিএল ইতিহাসে নতুন রেকর্ড, মাত্র ৩৯ বলে দুর্দান্ত সেঞ্চুরি

আইপিএল ইতিহাসে নতুন রেকর্ড, মাত্র ৩৯ বলে দুর্দান্ত সেঞ্চুরি

Progga News Desk:

পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্য আইপিএল ২০২৫-এর ২২তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ৩৯ বলে একটি দুর্দান্ত শতরান করেছেন।

অনূর্ধ ২৫ অপরিচিত প্রিয়ানশ আরিয়া এবার পরিচিতি পেয়ে যাবেন । আইপিএলের মতো বড় টুর্নামেন্টে যে ৩৯ বলে সেঞ্চুরি করে বড়সর রেকর্ড করেছেন তিনি।

মুল্লানপুরে আরিয়ার সেঞ্চুরিতে ভর করেই ৬ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পাঞ্জাব কিংস। অর্থাৎ জিততে হলে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ২২০।

টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার প্রিয়ানশ আরিয়া ঝোড়ো শুরু করলেও অপরপ্রান্তে একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব। প্রভসিমরান সিং ০, শ্রেয়াস আইয়ার ৯, মার্কাস স্টয়নিস ৪, নেহাল ওয়েধেরা ৯ আর গ্লেন ম্যাক্সওয়েল ১ রানেই সাজঘরের পথ ধরেন।

তবে এক প্রান্ত ধরে ১৯ বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন আরিয়া। সেঞ্চুরি করেন ৩৯ বলে। ১৪তম ওভারে এসে আউট হন আরিয়া। ৪২ বলে ১০৩ রানের টর্নোডো ইনিংসে ৭টি চার আর ৯টি ছক্কা হাঁকান ২৪ বছরের এই তরুণ।

শেষদিকে শশাঙ্ক সিং আর মার্কো জানসেনের ব্যাটে চড়ে বড় সংগ্রহ গড়ে পাঞ্জাব। শশাঙ্ক ৩৬ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন, জানসেন ২টি করে চার-ছক্কায় অপরাজিত থাকেন ৩৪ রানে। খলিল আহমেদ আর রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট শিকার করেন।